১০০০ কর্মহীন পরিবারে বিদ্যানন্দ ও বিজিবির ত্রাণ বিতরণ
জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাস মোকাবেলায় লকডাউন কবলিত নিম্নআয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় দেশব্যাপী খাদ্য সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ৪ মে জামালপুর ও কুড়িগ্রামের রৌমারী এলাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাঠানো এক হাজার ব্যাগ খাদ্য সামগ্রী বিতরণ করেছে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়ন।
সূত্র জানায়, ৪ মে সকাল ১০টার দিকে জামালপুরের মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এবং শৃংখলার মধ্য দিয়ে কর্মহীন পরিবারের অসহায় বিধবা, অতি বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে এক ব্যাগ করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ছয় কেজি করে চাল, দুই কেজি আটা, এক কেজি ছোলা, আধা কেজি লবণ, আধা লিটার সয়াবিন তেল, ২৫০ গ্রাম সুজি ও এক প্যাকেট করে বিস্কুট দেওয়া হয়েছে। ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ ও জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি এসব ত্রাণ সামগ্রী বিতরণে অংশ নেন।
অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ এ প্রতিবেদককে জানান, একই দিনে বিজিবির এই ব্যাটালিয়নের আওতাধীন কুড়িগ্রামের রৌমারী উপজেলার নয়টি বিওপির আওতাধীন এলাকার ৫০০ কর্মহীন দরিদ্র মানুষের মাঝে প্রত্যেককে একই পরিমাণের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।