বকশীগঞ্জে সাড়ে ৫০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ
বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জর উপজেলার মেরুরুচর ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের সমাজ সেবক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত মো. শাহজাহান আলী তার ব্যক্তিগত অর্থে ৫৫০টি পরিবারকে ৪ মে সকাল ১০টায় উপহার সামগ্রী বিতরণ করেছেন।
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মেরুরচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি চাল, ২ কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল ও আধা কেজি মুড়ি।
জাগির পাড়া গ্রামের নিজ বাড়িতে উপহার সামগ্রী বিতরণকালে মো. শাহজাহান আলী ছাড়াও জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, স্থানীয় ইউপি সদস্য আবদুল কুদ্দুস , সাধুরপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসেম মোল্লা উপস্থিত ছিলেন।