এক হাজার দরিদ্র পরিবার পেল নাজিম উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্টের খাদ্য সহায়তা

আলহাজ নাজিম উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্টের ত্রাণ বিতরণ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন এক হাজার দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে আলহাজ নাজিম উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্ট। ৪ মে সকালে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের কর্মহীনদের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সূত্র জানায়, ঘোড়াধাপ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের কর্মহীন এক হাজার দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও পেঁয়াজ বিতরণ করা হয়। এ সময় ঘোড়াধাপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, আলহাজ নাজিম উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল হাই তালুকদারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি এই ত্রাণ বিতরণে অংশ নেন।