করোনাকালে প্রধানমন্ত্রীর অনুদান পেল ইসলামপুরের ৫৩টি কওমি মাদরাসা

কওমি মাদরাসা ও এতিমখানা কর্তৃপক্ষকে সহায়তার চেক তুলে দেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে সংকটে পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে ন্যায় প্রধানমন্ত্রীর পক্ষে ইসলামপুরে ৫৩টি কওমি মাদরাসা ও এতিমখানাকে সহায়তার চেক দেওয়া হয়েছে।

৩ মে বিকালে উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল সামাজিক নিরাপত্তা বজায় রেখে মাদরাসা ও এতিমখানা কর্তৃপক্ষের কাছে এই চেক তুলে দেন। উপজেলায় ৫৩টি এতিমখানা ও মাদরাসায় ৫ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, যুগ্মসম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ, প্যানেল মেয়র অংকন কর্মকার, উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ প্রমুখ।

এ সময় মাদরাসা কর্তৃপক্ষরা সন্তুষ্টি প্রকাশ করে প্রধানন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।