ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মূল সংস্কার উদ্যোগে বিশ্বব্যাংকের সহায়তার অঙ্গীকার হাসানকে সামলে অশ্বিন-জাদেজার ব্যাটে প্রথম দিন ভারতের জেলা প্রশাসক হাছিনা বেগমের সাথে জমিয়াতুল মোদার্রেছিন নেতাদের সাক্ষাত ধারালো অস্ত্রের কোপে জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র তূর্য গুরুতর আহত তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল জরাজীর্ণ টিনশেড ঘরে চলছে সবুজপুর ইসলামীয়া দাখিল মাদরাসার পাঠদান সত্যিকারের জনবান্ধব পুলিশ হোন : স্বরাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলের ‘অবৈধ’ দখলদারিত্ব বন্ধের দাবি ইসরাইলের সাথে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা লেবাননের র‌্যাবের অভিযান : লক্ষ্মীরচরের ইউপি সদস্য আছান হত্যা মামলার পলাতক আসামি লাইজু গ্রেপ্তার

জয়ী হয়ে কর্মস্থলে ফিরলেন নকলা হাসপাতালের চিকিৎসক নোমান

নকলা হাসপাতালের সহকারী সার্জন চিকিৎসক আবদুল্লাহ আল নোমান। ছবি : বাংলারচিঠিডটকম

নকলা হাসপাতালের সহকারী সার্জন চিকিৎসক আবদুল্লাহ আল নোমান। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত সহকারী সার্জন চিকিৎসক আবদুল্লাহ আল নোমান সুস্থ হয়ে নিজ কর্মস্থলে ফিরেছেন। চিকিৎসা নেওয়ার পর করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় ২ মে দুপুরে নকলা উপজেলা হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

চিকিৎসক আব্দুল্লাহ আল নোমানের বাড়ি নোয়াখালীতে হলেও নকলা উপজেলা হাসপাতালে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হন। গত ১৫ এপ্রিল তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১৭ এপ্রিল তাঁর শরীরে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়ার পর থেকে নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মুহাম্মদ মজিবুর রহমানের তত্ত্বাবধানে উপজেলা হাসপাতালের করোনা আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।

করোনাভাইরাসে আক্রান্ত থেকে সুস্থ হওয়া সহকারী সার্জন চিকিৎসক আব্দুল্লাহ আল নোমান সকলের উদ্দেশে বলেন, নকলা উপজেলার সর্বস্তরের নানান পেশার লোকজন আমাকে সাহস যোগিয়েছেন। আমি কখনোই মনোবল হারাই নি। করোনাভাইরাসে আক্রান্ত হলে তা নিয়ে চিন্তার কিছু নেই। সচেতনতা অবলম্বন করলে ও নিয়ম মেনে চললে খুব দ্রুত সময়ের মধ্যে সেরে যায়। বিশেষ করে প্রচুর পরিমাণে ভিটামিন “সি” জাতীয় ফল ও শাক সবজি খাবার খেলে, কিছুক্ষণ পরপর লবণ বা ভিনেগার মিশ্রিত গরম পানি দিয়ে গড়া গড়া করলে, সম্ভব হলে আধা ঘন্টা পর পর গরম পানি পান করলে এবং আইসোলেশনের সকল নিয়ম কানুন মেনে চললে করোনাভাইরাস সেরে যায়; আমি এর বাস্তব প্রমাণ। তবে সামাজিকভাবে অনেকে করোনাভাইরাসকে ভয় করেন ও রোগীকে হেয় চোখে মূল্যায়ন করেন। তাই সকলের প্রতি তাঁর আহ্বান নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে আতঙ্কিত না হয়ে সচেতন হন। এই ভাইরাস জনিত রোগ অন্য সকল রোগের মতোই, তবে সচেতনতার অভাব হলে সমস্যাতে পড়ার সম্ভাবনা থেকে যায় বলে তিনি মনে করেন।।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মুহাম্মদ মজিবুর রহমান জানান, চিকিৎসক আব্দুল্লাহ আল নোমান আইসোলেশনে থাকাবস্থায় ২৭ এপ্রিল ও ২৯ এপ্রিল দুই দফায় নমুনা পরীক্ষা করায় তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নেগেটিভ আসে। এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, তাই ২ মে দুপুরে আইসোলেশন থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

চিকিৎসক আব্দুল্লাহ আল নোমান নকলা হাসপাতালের আইসোলেশনে, চিকিৎসক. সৌরভ কুমার সরকার, মো. রনি মিয়া ও সরুফা বেগম ময়মনসিংহ মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে এবং রমজান আলী শেরপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন। ২ মে নকলা হাসপাতাল থেকে চিকিৎসক নোমানকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং ৩ মে মালী রমজান আলী ও গৃহবধু সরুফাকে স্বস্ব প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে একাধিক সূত্রে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল সংস্কার উদ্যোগে বিশ্বব্যাংকের সহায়তার অঙ্গীকার

জয়ী হয়ে কর্মস্থলে ফিরলেন নকলা হাসপাতালের চিকিৎসক নোমান

আপডেট সময় ০৬:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
নকলা হাসপাতালের সহকারী সার্জন চিকিৎসক আবদুল্লাহ আল নোমান। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত সহকারী সার্জন চিকিৎসক আবদুল্লাহ আল নোমান সুস্থ হয়ে নিজ কর্মস্থলে ফিরেছেন। চিকিৎসা নেওয়ার পর করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় ২ মে দুপুরে নকলা উপজেলা হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

চিকিৎসক আব্দুল্লাহ আল নোমানের বাড়ি নোয়াখালীতে হলেও নকলা উপজেলা হাসপাতালে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হন। গত ১৫ এপ্রিল তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১৭ এপ্রিল তাঁর শরীরে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়ার পর থেকে নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মুহাম্মদ মজিবুর রহমানের তত্ত্বাবধানে উপজেলা হাসপাতালের করোনা আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।

করোনাভাইরাসে আক্রান্ত থেকে সুস্থ হওয়া সহকারী সার্জন চিকিৎসক আব্দুল্লাহ আল নোমান সকলের উদ্দেশে বলেন, নকলা উপজেলার সর্বস্তরের নানান পেশার লোকজন আমাকে সাহস যোগিয়েছেন। আমি কখনোই মনোবল হারাই নি। করোনাভাইরাসে আক্রান্ত হলে তা নিয়ে চিন্তার কিছু নেই। সচেতনতা অবলম্বন করলে ও নিয়ম মেনে চললে খুব দ্রুত সময়ের মধ্যে সেরে যায়। বিশেষ করে প্রচুর পরিমাণে ভিটামিন “সি” জাতীয় ফল ও শাক সবজি খাবার খেলে, কিছুক্ষণ পরপর লবণ বা ভিনেগার মিশ্রিত গরম পানি দিয়ে গড়া গড়া করলে, সম্ভব হলে আধা ঘন্টা পর পর গরম পানি পান করলে এবং আইসোলেশনের সকল নিয়ম কানুন মেনে চললে করোনাভাইরাস সেরে যায়; আমি এর বাস্তব প্রমাণ। তবে সামাজিকভাবে অনেকে করোনাভাইরাসকে ভয় করেন ও রোগীকে হেয় চোখে মূল্যায়ন করেন। তাই সকলের প্রতি তাঁর আহ্বান নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে আতঙ্কিত না হয়ে সচেতন হন। এই ভাইরাস জনিত রোগ অন্য সকল রোগের মতোই, তবে সচেতনতার অভাব হলে সমস্যাতে পড়ার সম্ভাবনা থেকে যায় বলে তিনি মনে করেন।।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মুহাম্মদ মজিবুর রহমান জানান, চিকিৎসক আব্দুল্লাহ আল নোমান আইসোলেশনে থাকাবস্থায় ২৭ এপ্রিল ও ২৯ এপ্রিল দুই দফায় নমুনা পরীক্ষা করায় তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নেগেটিভ আসে। এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, তাই ২ মে দুপুরে আইসোলেশন থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

চিকিৎসক আব্দুল্লাহ আল নোমান নকলা হাসপাতালের আইসোলেশনে, চিকিৎসক. সৌরভ কুমার সরকার, মো. রনি মিয়া ও সরুফা বেগম ময়মনসিংহ মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে এবং রমজান আলী শেরপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন। ২ মে নকলা হাসপাতাল থেকে চিকিৎসক নোমানকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং ৩ মে মালী রমজান আলী ও গৃহবধু সরুফাকে স্বস্ব প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে একাধিক সূত্রে জানা গেছে।