সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসানের উপস্থিতিতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে কৃষকের ধানকাটা শুরু করে উপজেলা কৃষি অফিস। ২ মে দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের শিমুলতাইর এলাকায় চলতি বুরো মৌসুমে মেশিন দিয়ে কৃষকের ধানকাটা ও মাড়াই শুরু করা হয়। চলতি মৌসুমে উপজেলায় দুইজন কৃষককে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। এনিয়ে উপজেলায় ১০টি কম্বাইন হারভেস্টার মেশিন কৃষককে দেওয়া হয়।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারির এই সময়ে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। শ্রমিক সংকটে কৃষক ধান কাটতে হিমসিমে পড়েছে। তাই সরকার (৫০% ভর্তুকিতে) কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে। যা দিয়ে অতিঅল্পসময়ে কৃষক ধান ঘরে উঠাতে পারবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন এ প্রতিবেদককে জানান, ২০১৯-২০ অর্থ বছরের উন্নয়ন সহায়তার আওতায় (৫০% ভর্তুকিতে) এ উপজেলায় দুইজন কৃষককের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। এর একটির দাম ২৯ লাখ অপরটি ২৫ লাখ ৫০ হাজার টাকা। ৫০% ভর্তুকিতে কৃষকরা ক্রয় করেন। এ মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় ধান কাটা যাবে এক একর। এছাড়াও ধানকাটা, মাড়াই, ঝাড়া, ও প্যাকেটজাত করা যাবে কম্বাইন হারভেস্টার (ধান কাটার মেশিন) মেশিন দিয়ে। এক একরের জন্য ডিজেল খরচ হবে মাত্র ৮ লিটার। তাই অতি অল্প সময় ও কম খরচে কৃষক তার ধান ঘরে উঠাতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন, যুবরীগনেতা সাখাওয়াতুল আলম মুকুল, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান, মানজুরুল ইসলামসহ আরো অন্যান্যরা।