শেরপুর জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

নকলা উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে শেরপুর জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ মে সকালে শেরপুরের নকলা উপজেলা পরিষদ চত্বরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, জেলা পরিষদ সদস্য মো. ছানোয়ার হোসেন ও তার কন্যা সাদিকা তাসনুভা উম্মিসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।