শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলা উপজেলার জালালপুর এলাকায় বজ্রপাতে শরীফ আহমেদ (২২) নামে বেসরকারি কর্মহীন চাকরিজীবী নিহত হয়েছেন। তিনি নকলা পৌরসভার জালালাপুর এলাকার মো. হেদু মিয়ার একমাত্র ছেলে সন্তান। তিনি জালালপুর যুব স্বেচ্ছাসেবী সংগঠন এর একজন কর্মঠ স্বেচ্ছাসেবক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২ মে দুপুর দেড়টার দিকে শরীফ আহমেদ জালালপুর পূর্বপাড়া মাঠে বোরো ধান কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে কয়েকজন প্রত্যক্ষদর্শী তাকে উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জালালপুর যুব স্বেচ্ছাসেবী সংগঠন এর পরিচালক ফরিদ আহমেদ লালন লালন জানান, শরীফ আহমেদ রাজধানী ঢাকার এক কোম্পানিতে চাকরি করতেন। করোনাভাইরাসের কারণে কোম্পানি বন্ধ হওয়ায় প্রায় দেড় মাস আগে সে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে এলাকার খেটে খাওয়া কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে জালালপুর যুব স্বেচ্ছাসেবী সংগঠন এর সাথে কাজ করা শুরু করেন।