জামালপুরে কর্মহীনদের ত্রাণ দিল জেলা শ্রমিক দল

কর্মহীনদের মাঝে বিতরণ করেন বিএনপিনেতা আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার উদ্যোগে করোনাভাইরাসের প্রভাবে হতদরিদ্র নিম্নআয়ের কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

২ মে দুপুরে পৌরসভার মুকুন্দবাড়ী এলাকায় শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। খাদ্য সহায়তা হিসেবে ছিল চাল, ডাল, ছোলা, আলু ও সাবান।

ত্রাণ বিতরণ কার্যক্রমে জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাকসহ বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।