ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনা পরিস্থিতি মোকাবেলায় মাঠপর্যায়ে সুরক্ষার জন্য জামালপুরের ইসলামপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করেছেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।
২৯ এপ্রিল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের মাঝে ২০ সেট পিপিই তুলে দেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এ এ এম আবু তাহের উপস্থিত ছিলেন।