বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে ওই যুবকের বাড়িসহ ১৫টি বাড়ি, একটি মসজিদ ও একটি মাদরাসা লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের এক যুবক (২২) পাশ্ববর্তী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা হাসপাতালে নমুনা দেয়। নমুনা পরীক্ষা শেষে ২৭ এপ্রিল ওই যুবকের করোনা পজেটিভ আসে। বিষয়টি জানাজানি হলে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ২৮ এপ্রিল রাত ১১ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। ওই রাতেই তাকে জামালপুর সদর হাসপাতালের স্বতন্ত্র করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।
এ ঘটনায় করোনা সংক্রমণ রোধে ওই রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার আইরমারী গ্রামের মসজিদ, একটি হাফেজিয়া মাদরাসাসহ ১৫টি বাড়ি লকডাউন করেন। লকডাউন করার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ কুমার নন্দী, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সম্রাট, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু উপস্থিত ছিলেন।