বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বকশীগঞ্জের সন্তান ব্যারিস্টার সামীর সাত্তার। ২৯ এপ্রিল দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের বগারচর গুচ্ছগ্রামের অসহায় ও কর্মহীন ৭৫টি পরিবারকে ৭৫ হাজার টাকা নগদ প্রদান করা হয়।
ব্যারিস্টার সামীর সাত্তারের পক্ষে বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু ও ব্যবসায়ী খোকন আকন্দ প্রতিটি ঘরে ঘরে গিয়ে কর্মহীন পরিবারের মাঝে অর্থ সহায়তা দেন। এ ছাড়াও ধানুয়া কামালপুর ইউনিয়নে ৭৫ হাজার টাকা, বকশীগঞ্জ পৌরসভায় দুই লাখ টাকা, মেরুরচর ইউনিয়নে এক লাখ টাকা নগদ অর্থ বিতরণ করেন ব্যারিস্টার সামীর সাত্তার।