শফিকুল ইসলাম শফিক, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্য বিতরণের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ কমিটির গঠনের অংশ হিসেবে জামালপুর পৌর আওয়ামী লীগের অন্তর্গত পাথালিয়া ১ নম্বর ওয়ার্ড ত্রাণ কমিটি গঠন উপলক্ষে ২৯ এপ্রিল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাথালিয়া হযরত শাহ্ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ওয়ার্ড আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জারিক হোসেন তারার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, মো. ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক উসমান গনি মুছা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চিকিৎসক আলী ইব্রাহীম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি চিকিৎসক সাঈদা আক্তার, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মুকুল, সদস্য মাহাবুব আলম সুরুজ, জেলা যুবলীগের সহসভাপতি বাবুল আক্তার, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল আলীম, সহ-সম্পাদক ফেরদৌস হাসান, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সহসভাপতি বি এম রাজন, প্রচার সম্পাদক শফিউল্লাহ অন্তর, ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল কাশেম মন্ডল, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক তারিফ হোসেন বাবুসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।