কর্মহীনদের প্রধানমন্ত্রীর উপহার দিলেন উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদার

কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কোভিড-১৯ দুর্যোগে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। ২৯ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার এই উপহার সামগ্রী বিতরণ করেন।

উপজেলার বগারচর, ধানুয়া কামালপুর ও বাট্টাজোড় ইউনিয়নের ২২৩টি পরিবারের মাঝে উপহারের খাদ্যসামগ্রী বিতরণকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, উপজেলা ভেটেরিনারি সার্জন চিকিৎসক শিহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান ও সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আল ফারুক উপস্থিত ছিলেন।