সানন্দবাড়ীতে রাস্তা থেকে পানি নিষ্কাশনে ইউপি সদস্যের উদ্যোগ
বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. সিরাজুল ইসলামমের উদ্যোগে বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় রাস্তা থেকে পানি নিষ্কাশনের কার্যক্রম হাতে নিয়েছেন। ২৭ এপ্রিল থেকে সেচপাম্প বসিয়ে রাস্তার পানি সরিয়ে জনদুর্ভোগ লাঘবে তারা এই কাজ শুরু করেছেন।
সূত্র জানায়, চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজার, সানন্দবাড়ী বাজারে থেকে মৌলভীরচর রাস্তার সানন্দবাড়ী দক্ষিণ বাজারে বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। দুপাশের বাড়িগুলো উঁচু হওয়ায় আশেপাশের সব পানি রাস্তায় এসে জলাবদ্ধতা সৃষ্টি করে। দোকান ও বাড়ির চেয়ে রাস্তা নিচু হওয়ায় বৃষ্টির পানি কোন দিকে নামতে পারে না। তাই একটু বৃষ্টি হলেই সব সময় পানি জমে থাকে। গাড়ি ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। সানন্দবাড়ী বাজারের আরআরসি রাস্তা নির্মাণ হওয়ার ফলে দক্ষিণ বাজারের রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ আরো চরম আকার ধারণ করেছে। সব সময় যেন হাটু কিংবা তার চেয়ে ওপর পর্যন্ত পানি জমে থাকায় ব্যাটারিচালিত গাড়ির মটর ও মোটরসাইকেলের স্যাইলেন্সার পর্যন্ত পানিতে ডুবে যায়। যার ফলে গাড়ি চলাচল ও মানুষের যাতায়াতে দুর্ভোগ বেড়েছে।
এই দুর্ভোগ কমানোর জন্য চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজুল ইসলামের উদ্যোগে বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম, আব্দুল আলিম, তারা মিয়া, আফরোজা বেগমসহ আরো অনেকেেই আর্থিক সহযোগিতা করে রাস্তা থেকে পানি নিষ্কাশনের ব্যবস্হা করেন। এতে রাস্তায় চলচলকারী হাজার হাজার লোকজন যাতায়াতকারী দুর্ভোগ থেকে রেহাই পাবে।
এ প্রসঙ্গে ইউপি সদস্য সিরাজুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, মানুষের কষ্টের কথা মাথায় নিয়েই এই উদ্যোগ নিয়েছি। সবাই যেন সহযোগিতা হাত বাড়িয়ে দেন। রাস্তা উঁচু না করলে সারা বছর হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।