শেরপুর জেলা হাসপাতালের চিকিৎসক ও টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে নতুন করে আরও দুইজন করোনা শনাক্ত হয়েছেন। তারা হচ্ছেন জেলা সদর হাসপাতালের চিকিৎসক ও টেকনোলজিস্ট। এ নিয়ে জেলায় মোট ২৬ জন করোনা শনাক্ত হলেন। এর মধ্যে ১৪ জনই স্বাস্থ্য বিভাগের। আর আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন। ২৭ এপ্রিল সকালে ওই তথ্য নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন চিকিৎসক মোবারক হোসেন।

চিকিৎসক মোবারক জানান, গত ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত শেরপুর থেকে করোনাক্রান্ত সন্দেহে ১৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরে তা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ল্যাবে কারিগরি সমস্যা থাকায় গত কয়েকদিন শেরপুরের কোন নমুনা পরীক্ষা করা হয়নি। ওইসব নমুনার মধ্যে মাত্র ৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে স্বাস্থ্য বিভাগের দুইজনের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে।

তিনি বলেন, আক্রান্তদের দুইজন জেলা স্বাস্থ্য বিভাগের করোনার নমুনা সংগ্রহ করার দায়িত্ব পালন করছিলেন।