নকলায় ১০০ কর্মহীনদের ইফতার সামগ্রী দিল স্বেচ্ছাসেবী সংগঠন
শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলা উপজেলার ২ নম্বর নকলা ইউনিয়নের ধনাকুশা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ১০০ কর্মহীন রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৫ এপ্রিল উপজেলার নকলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাতে বাড়ি বাড়ি গিয়ে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।
সোয়েব মাহমুদ বলেন, আমরা নিজ উদ্যোগে করোনা মোকাবেলা ও জনগণকে সচেতন করার জন্য এই স্বেচ্ছাসেবী সংগঠনটি করেছি। এই সংগঠনের পক্ষ থেকে এই ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেওয়ার লক্ষ্য নিয়ে আজ ১০০ পরিবারের মাঝে এসব বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।