শেরপুরে হতদরিদ্রদের নগদ অর্থ বিতরণ করলেন সদ্য অবসরপ্রাপ্ত সচিব আবদুস সামাদ
শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলার প্রায় ১৩শ কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে নিজস্ব তহবিলের নগদ টাকা সহায়তা করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সদ্য অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব আবদুস সামাদ।
২৪ এপ্রিল মাওলানা হাসমত উল্লাহ দেহবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী নকলা-নালিতাবাড়ির বিভিন্ন এলাকায় এসব অর্থ বিতরণ করা হয়।
এসময় নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল, শওকত হোসেন খান মুকুল, সাবেক ইউপি চেয়ারমান নূরে আলম তালুকদার ভূট্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আবদুস সামাদ একমাস আগে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে অবসরে রয়েছেন।