বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ এপ্রিল নিলাখিয়া ইউনিয়নের ৬২টি পরিবারকে ছাত্রলীগের নিজস্ব অর্থায়নে তারা ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্বাছ আলী, উপজেলা প্রজন্ম লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সেলিম মাহমুদ, উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাকিব দেওয়ান, ইউনিয়ন ছাত্রলীগের নেতা এসএম আমিন (সাদ্দাম), ছাত্রলীগ নেতা আসাদ, সোহাগ, রিপন, সোহেল, আল আমিন, সজিব, শফিকুল ইসলাম, আতিকুর রহমান সোহেল, আহসান হাবিব জুয়েল, আরিফ, রাসেল সাজ্জাদ, ফুরকান বদরুল নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।