নকলায় ৩৩৫ জন হতদরিদ্র ও কর্মহীনরা পেল নগদ অর্থ
শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শেরপুরের নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়ন আওয়ামী লীগের ব্যবস্থাপনায় করোনা মোকাবেলায় সামাজিক সহায়তা কার্যক্রম ও ত্রাণ বিতরণের অংশ হিসেবে ৩৩৫ জন হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
২৪ এপ্রিল সকালে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের দিশারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. মাজহারুল আনোয়ার মহব্বত, যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাফিজুল হকসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।