গাইবান্ধা ইউনিয়নে আওয়ামী লীগের ত্রাণ বিতরণ
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ। ২৩ এপ্রিল দিনব্যাপী গাইবান্ধা ইউনিয়ন পরিষদে সামাজিক দূরত্ব বজায় রেখে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের পক্ষে ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা যুগ্মসম্পাদক ও চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী ।
উপজেলা আওয়ামী লীগের অর্থায়নে গাইবান্ধা ইউনিয়নে ৪৫০ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল বিতরণ করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।