কুলকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের ত্রাণ বিতরণ

ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের প্রতিনিধিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় করোনাভাইরাস মোকাবেলায় ঘরে থাকা সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ। ২৩ এপ্রিল দিনব্যাপী উপজেলার কুলকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের পক্ষে ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল ।

উপজেলা আওয়ামী লীগের অর্থায়নে কুলকান্দি ইউনিয়নে ৯০০ পরিবারের মাঝে জনপ্রতি ৫ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি লবণ ও একটা সাবান দেওয়া হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, কুলকান্দি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল হক বাবুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।