বকশীগঞ্জে যুগ্ম-সচিব আলাউদ্দিন খানের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত আত্মীয় স্বজন ও হতদরিদ্র পরিবারের মাঝে ২৩ এপ্রিল দুপুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক ও যুগ্ম-সচিব আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খানের (বাদল) ব্যক্তিগত তহবিল থেকে ১৪০টি পরিবারকে চাল, ডাল, আলু, লবণ, তেল, সাবান পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হয়।
তার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
যুগ্ম-সচিবের নিজ এলাকা সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খানপাড়া গ্রামের আইরমারী মহিলা দাখিল মাদরাসা মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার।