জামালপুরের কর্মহীন ৩২ পরিবার পেল যুব ইউনিয়নের অর্থ সহায়তা

জামালপুর শহরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কর্মহীনদের আর্থিক সহায়তা দেন যুব ইউনিয়নের সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে করোনার প্রভাবে কর্মহীন ৩২টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন জামালপুর জেলা কমিটি। ২২ এপ্রিল দুপুরে শহরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেন যুব ইউনিয়নের সদস্যরা।

এ সময় বাংলাদেশ যুব ইউনিয়নের জাতীয় পরিষদের সদস্য ও জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোপাল কুমার দে, শহর শাখার আহ্বায়ক মোশাররফ হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জামালপুর জেলা সংসদের আহ্বায়ক নীরব সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।

যুব ইউনিয়নের এ উদ্যোগে কিছু হৃদয়বান মানুষ সহযোগিতা করেন।