চর আমখাওয়ায় বজ্রপাতে ২টি গরুর মৃত্যু

বজ্রপাতে মরে যাওয়া ২টি গরু। ছবি: বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে বজ্রপাতে দুই ভাইয়ের শেষ সম্বল দুটি গরুর মৃত্যু হয়েছে। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বয়ড়াপাড়া গ্রামে ২২ এপ্রিল দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বয়ড়াপাড়া গ্রামের আব্দুল গনির দুই ছেলে হাসান ও হোসেন। ২২ এপ্রিল দুপুরে দুই ভাইয়ের শেষ সম্বল গরু দুটি গোয়াল ঘরে বাঁধা ছিল। এ সময় কাল বৈশাখী ঝড় ও বৃষ্টির সাথে বজ্রপাত হলে গরু দুটি সেখানেই মারা যায়।

চর আমখাওয়া ইউনিয়নের সাবেক মেম্বার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, গরু দুটির আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। এটাই ছিল তাদের শেষ সম্বল।