মাদারগঞ্জে গ্রামীণ ব্যাংকের ত্রাণ বিতরণ
জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের গ্রামীণ ব্যাংক বালিজুড়ী মাদারগঞ্জ শাখার উদ্যোগে হতদরিদ্র সংগ্রামী ৪৬ জন সদস্যদের মাঝে নগদ টাকাসহ ১ লাখ ৪৭ হাজার ২০০ টাকার পণ্য বিতরণ করা হয়। ২১ এপ্রিল সকালে জোনাইলবাজারস্থ গ্রামীণ ব্যাংক কার্যালয় চত্বর থেকে এ ত্রাণ বিতরণ করা হয়।
শাখা ব্যবস্থাপক মো. খায়রুল ইসলাম খান, সেকেন্ড অফিসার মো. আলআমিন ও মেলান্দহ উপজেলা এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার মো. নাজমুল হুদা উপস্থিত থেকে এ পণ্য বিতরণ করেন।
সদস্যদের প্রত্যেককে নগদ ৬০০ টাকা, ৩০ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি লবণ, ৮ কেজি আলু, ৪ কেজি পেঁয়াজ, ৪ কেজি ডাল ও ৪টি করে সাবান বিতরণ করা হয়।
শাখা ব্যবস্থাপক মো. খায়রুল ইসলাম খান বলেন, এই গ্রুপটি আসন্ন ঈদুল ফিতরের ঈদের আগে আবারও সমপরিমাণ পণ্য পাবে। দরিদ্র সদস্যরা পণ্য হাতে পেয়ে দু হাত তুলে দোয়া করে কেঁদেই ফেলেন।