বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সানন্দবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মাস্টার নিজ উদ্যোগে জনগণের মধ্যে মাস্ক বিতরণ করেন।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজার হাসেমী চিকিৎসালয়ের সামনে জনগণের মধ্যে চর আমখাওয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক শামছুল হক মাস্টার নিজ উদ্যোগে এক হাজার মাস্ক, স্যানিটাইজার ও হ্যান্ডগ্লাপস বিতরণ করেন। ২০ এপ্রিল তিনি এসব বিতরণ করেন।
এসময় তিনি বলেন, সবাইকে বাড়িতে থাকতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সাবান দিয়ে হাত ধোতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। আপনাদের মাস্ক দিয়েছি রেখে দেওয়ার জন্য নয়, ব্যবহার করার জন্য।