বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২০ এপ্রিল বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০৬ জন ব্যক্তির মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয় ।

বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম জামশেদ খোন্দকার, শামসুল আলম, আবুল কালাম আজাদ সুলতান উপস্থিত ছিলেন।