আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান তার ব্যক্তিগত তহবিল থেকে ২৫০ শয্যার জামালপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ১০০ পিপিই, সার্জিক্যাল মাস্ক, সুরক্ষা চশমাসহ অন্যান্য সামগ্রী দিয়েছেন। ২০ এপ্রিল দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব সুরক্ষা সামগ্রী দেন প্রতিমন্ত্রী।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল, সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন, সংসদ সদস্য হোসনে আরা, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, শেখ হাসিনা মেডিক্যাল কলেজের প্রকল্প পরিচালক চিকিৎসক মোশায়ের উল ইসলাম রতন, শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু সালেহ, সিভিল সার্জন চিকিৎসক আবু সাঈদ মো. মাহবুবুর রহমান, উপ-সিভিল সার্জন চিকিৎসক কে এম শফিকুজ্জামান, জামালপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মো. হাবিবুর রহমান ফকিরসহ জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন।