কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী মুরাদ হাসান
আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জামালপুর জেলার কর্মহীন প্রতিটি মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।
তথ্য প্রতিমন্ত্রী ১৯ এপ্রিল জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক করোনা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সবাইকে আরো বেশি সচেতন হতে হবে। দায়িত্ব পালনে কারো গাফেলতির অভিযোগ সহ্য করা হবে না। মহান মুক্তিযুদ্ধে বিজয়ী বাঙালি জাতি করোনা যুদ্ধেও বিজয়ী হবে। তিনি সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে ঘরে থাকার আহ্বান জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল, সংসদ সদস্য প্রকৌশলী মোজাফফর হোসেন, সংসদ সদস্য হোসনে আরা, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার দেলোয়ার হোসেন ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।
সভায় শেখ হাসিনা মেডিক্যাল কলেজের প্রকল্প পরিচালক চিকিৎসক মোশায়ের উল ইসলাম রতন, শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক চিকিৎসক আবু সালেহ, সিভিল সার্জন চিকিৎসক আবু সাঈদ মো. মাহবুবুর রহমান, উপ-সিভিল সার্জন চিকিৎসক কে এম শফিকুজ্জামান, জামালপুর ২৫০ শয্যার সদর হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মো. হাবিবুর রহমান ফকিরসহ জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।