বকশীগঞ্জে করোনা প্রতিরোধে স্যানিটাইজার সামগ্রী বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাস রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ১৮ এপ্রিল স্যানিটাইজার সামগ্রী বিতরণ করা হয়েছে।

স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের সহযোগিতায় সাধুরপাড়া, মেরুরচর ও ধানুয়া কামালপুর ইউনিয়নের ৭৫৫টি পরিবারের মধ্যে একটি করে লাইফবয় সাবান, একটি মাস্ক ও একটি করে হুইল সাবান বিতরণ করা হয়।

স্যানিটাইজার উপকরণ বিতরণ করেন উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের সমন্বয়কারী হামিদুল ইসলাম। এ সময় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।