বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ২০০ কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ। ১৯ এপ্রিল দুপুরে পৌরসভার পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করা হয়।
সূত্র জানায়, প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল দেওয়া হয়। সাথে ছিল আলু ও হাত ধোয়ার সাবান। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনে কর্মহীন হয়ে এসব পরিবারের মাঝে সরকারের দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে তাদেরকে এই ত্রাণ দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের তদারকি কর্মকর্তা ফরিদ আহাম্মেদ আকন্দ, পৌরসভার সচিব নুরুল ইসলাম মিন্টু, কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী জুয়েল, মামুনুর রশিদ মামুন, আব্দুল মান্নান মোল্লা, শেখ মাসুদ ও সেলিনা বেগম ত্রাণ বিতরণের অংশ নেন।