চর আমখাওয়ায় ২৫০ পরিবার পেল চাল আলু

চর আমখাওয়া ইউনিয়নে ২৫০ পরিবারকে চাল ও আলু সহায়তা দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের কারণে কর্মহীন ও অসহায় দরিদ্র ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ ১৯ এপ্রিল দুপুরে ইউনিয়ন পরিষদে এ খাদ্য সহায়তা বিতরণ করেন।

দরিদ্র ২৫০টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়।

বিতরণের সময় উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা আব্দুর রহমান নান্নু উপস্থিত ছিলেন।