চর আমখাওয়ায় শিক্ষক রেজাউল করিমের মানবিক সহায়তা

প্রতিবন্ধী শাহিদার হাতে আর্থিক সহায়তার দুই হাজার টাকা তুলে দেন শিক্ষক রেজাউল করিম লাভলু। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের কারণে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন সানন্দবাড়ী হাট ইজারাদার ও সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম লাভলু।

১৯ এপ্রিল তিনি খবর পেয়ে দ্রত ছুটে যান সানন্দবাড়ী লম্বাপাড়া প্রতিবন্ধী শাহিদা বেগমের বাড়ি। সেখানে শাহিদা বেগমকে নগদ ২ হাজার টাকা সহায়তা দেন।

এরআগে রেজাউল করিম লাভলু উত্তর মকিরচর গ্রামে ৪০ জন দিন মুজুরের মধ্যে চিড়া ও চিনি বিতরণ করেন।

এ সময় তিনি তাদের উদ্দেশে বলেন, করোনাভাইরাসের কারণে আমাদের সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। সাবান দিয়ে হাত ধোবে।রাস্তায় ঘুরবে না। বাড়িতে অবস্থান করবে।