সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ৩ জন
বাংলারচিঠিডটকম ডেস্ক : একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনজন। ১৮ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ নিয়েছেন ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জয়ী আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আইনজীবী আমিরুল আলম মিলন।
গত ২১ মার্চ এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট হয়। অন্যদিকে, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন হয় ব্যালেটের মাধ্যমে।
স্বল্প পরিসরে শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান।সূত্র:বাসস।