শ্রীবরদীতে সুস্থ হয়ে বাড়ি ফিরল করোনাক্রান্ত ২য় শ্রেণির এক শিক্ষার্থী

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় করোনাক্রান্ত ২য় শ্রেণির এক শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ওই শিক্ষার্থীর নাম তৌহিদ। ১৮ এপ্রিল বিকালে তৌহিদকে সুস্থতার ছাড়পত্র দেয় উপজেলা হাসপাতাল। শিক্ষার্থী তৌহিদ পৌর শহরের সাতানি মহল্লার বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আনোয়ার হোসেন জানান, তৌহিদ উপজেলা হাসপাতালের আয়া ও জেলায় প্রথম করোনাক্রান্ত রোগী খোদেজা বেগমের নাতি। গত ১০ দিন সে উপজেলা হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিল। সবশেষ দুইটি পরীক্ষায় তার কোভিড-১৯ পরীক্ষা নেগেটিভ আসে। পরে ১৮ এপ্রিল তাকে ছাড়পত্র দেওয়া হয়।