ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‌্যাবের অভিযান : লক্ষ্মীরচরের ইউপি সদস্য আছান হত্যা মামলার পলাতক আসামি লাইজু গ্রেপ্তার জামালপুরে মানসম্মত শিক্ষা অর্জনে সিডসের মতবিনিময় সভা জননিরাপত্তাকে আস্থার জায়গায় নিতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ বাংলাদেশে আসতে পারছেন না কলকাতার শিল্পীরা বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি কমেছে ২৮ শতাংশ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে ১৯ সেপ্টেম্বর মাঠে নামছে বাংলাদেশ যেসব পুলিশ সদস্য এখনো কর্মস্থলে যোগদান করেনি, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকায় সরকারি মাধ্যমিক শিক্ষক লাঞ্ছিত, জড়িত কর্মকর্তাদের বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন

বগাবাইদে ১৫০ দরিদ্র পরিবারকে শাক-সবজি দিলেন ব্যবসায়ী পাপন

কর্মহীন নিম্নআয়ের মানুষের মাঝে শাক সবজি বিতরণ করেন ব্যবসায়ী মো. সাজ্জাতুল ইসলাম পাপন। ছবি : বাংলারচিঠিডটকম

কর্মহীন নিম্নআয়ের মানুষের মাঝে শাক সবজি বিতরণ করেন ব্যবসায়ী মো. সাজ্জাতুল ইসলাম পাপন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের বগাবাইদে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন নিম্নআয়ের মানুষের মাঝে ব্যক্তি উদ্যোগে শাক সবজি বিতরণ করা হয়েছে। ১৮ এপ্রিল সকালে ব্যবসায়ী মো. সাজ্জাতুল ইসলাম পাপন ত্রাণ হিসেবে এসব শাক সবজি বিতরণ করেন।

সকাল বাজারের ব্যবসায়ী মো. সাজ্জাতুল ইসলাম পাপন জানান, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে আমাদের দেশেও অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বিশেষ করে দিন এনে দিন খাওয়া শ্রমজীবী মানুষেরা খুব কষ্টে রয়েছে। অনেকেই অনাহারে অর্ধাহারে দিন পার করছেন। তাদের কষ্ট কিছুটা লাঘবের জন্য সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ত্রাণ হিসেবে এই শাক সবজি বিতরণের আয়োজন করা হয়েছে। সরকারি বেসরকারিভাবে অনেকেই চাল, ডাল, তেল, আলু ইত্যাদি বিতরণ করছেন, তাই অন্যান্য পুষ্টির চাহিদা পুরণের কথা মাথায় রেখেই অসহায় ও দরিদ্রদের জন্য শাক সবজি বিতরণের ব্যাতিক্রম উদ্যোগ গ্রহণ করি। প্রায় ১৫০ পরিবারকে টমেটো, করলা, কাঁচামরিচ, ডাটা, মিষ্টি কুমড়া, পুঁইশাক ইত্যাদি বিতরণ করা হয়। সামান্য হলেও শাক সবজি পেয়ে সবাই খুব খুশি হয়েছে।

শাক সবজি বিতরণকালে উপস্থিত ছিলেন সমাজকর্মী নাজমুল হাসান, রবিন, শামীম আহমেদ, সুমন, নয়ন মিয়া প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

র‌্যাবের অভিযান : লক্ষ্মীরচরের ইউপি সদস্য আছান হত্যা মামলার পলাতক আসামি লাইজু গ্রেপ্তার

বগাবাইদে ১৫০ দরিদ্র পরিবারকে শাক-সবজি দিলেন ব্যবসায়ী পাপন

আপডেট সময় ১০:২৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
কর্মহীন নিম্নআয়ের মানুষের মাঝে শাক সবজি বিতরণ করেন ব্যবসায়ী মো. সাজ্জাতুল ইসলাম পাপন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের বগাবাইদে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন নিম্নআয়ের মানুষের মাঝে ব্যক্তি উদ্যোগে শাক সবজি বিতরণ করা হয়েছে। ১৮ এপ্রিল সকালে ব্যবসায়ী মো. সাজ্জাতুল ইসলাম পাপন ত্রাণ হিসেবে এসব শাক সবজি বিতরণ করেন।

সকাল বাজারের ব্যবসায়ী মো. সাজ্জাতুল ইসলাম পাপন জানান, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে আমাদের দেশেও অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বিশেষ করে দিন এনে দিন খাওয়া শ্রমজীবী মানুষেরা খুব কষ্টে রয়েছে। অনেকেই অনাহারে অর্ধাহারে দিন পার করছেন। তাদের কষ্ট কিছুটা লাঘবের জন্য সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ত্রাণ হিসেবে এই শাক সবজি বিতরণের আয়োজন করা হয়েছে। সরকারি বেসরকারিভাবে অনেকেই চাল, ডাল, তেল, আলু ইত্যাদি বিতরণ করছেন, তাই অন্যান্য পুষ্টির চাহিদা পুরণের কথা মাথায় রেখেই অসহায় ও দরিদ্রদের জন্য শাক সবজি বিতরণের ব্যাতিক্রম উদ্যোগ গ্রহণ করি। প্রায় ১৫০ পরিবারকে টমেটো, করলা, কাঁচামরিচ, ডাটা, মিষ্টি কুমড়া, পুঁইশাক ইত্যাদি বিতরণ করা হয়। সামান্য হলেও শাক সবজি পেয়ে সবাই খুব খুশি হয়েছে।

শাক সবজি বিতরণকালে উপস্থিত ছিলেন সমাজকর্মী নাজমুল হাসান, রবিন, শামীম আহমেদ, সুমন, নয়ন মিয়া প্রমুখ।