সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরে এক নারী ও দুই যুবকসহ আরো তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৫ এপ্রিল রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ইউনিটের ফলাফল উদ্বৃত করে ওই তথ্য নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন চিকিৎসক মোবারক হোসেন।
ফোকাল পারসন জানান, আক্রান্তরা হচ্ছেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের ফটিয়ামারী নয়াপাড়া গ্রামের এক নারী, ঝিনাইগাতীর সদর ইউনিয়নের সারিকালিনগর গ্রামের এক যুবক ও নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা মহল্লার এক যুবক। এদের মধ্যে শনাক্ত হওয়া নারী ঢাকায় বাসাবাড়িতে বুয়ার কাজ করতেন। তিনি প্রায় তিন সপ্তাহ আগে ঢাকা থেকে বাড়িতে ফিরেছেন। আর ঝিনাইগাতীর যুবক পিকআপ ভ্যানচালক। এলাকা থেকে তিনি মাঝে-মধ্যে ঢাকায় কাঁচামাল আনা-নেওয়ার কাজ করতেন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল নয়জনে।
এদিকে নতুন করে করোনায় আক্রান্ত তিন জনকেই স্থানীয়ভাবে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে। এছাড়া তাদের স্ব-স্ব এলাকায় প্রশাসনের পক্ষ থেকে চলছে লকডাউন ঘোষণার প্রস্তুতি।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ১৪ এপ্রিল করোনা আক্রান্ত সন্দেহে ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এদের মধ্যে তিনজনের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে।
অন্যদিকে ১৫ এপ্রিল জেলা থেকে আরো ১৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।