বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি (৪৭) মারা গেছেন। ১৪ এপ্রিল ভোর ৪টার দিকে তার নিজ বাড়িতে শ্বাসকষ্টে মারা যান তিনি। তিনি বকশীগঞ্জ শহরের নামাপাড়া গ্রামের বাসিন্দা। খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালের প্রতিনিধি দল তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহে পাঠিয়েছেন।
জানা গেছে, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অফিস সহায়ক মো. খোকা মিয়া ১৪ এপ্রিল ভোরে শ্বাসকষ্টজনিত রোগে বকশীগঞ্জ শহরের নামাপাড়া গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এ খবর ছড়িয়ে পড়লে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালের প্রতিনিধি দল মৃত ব্যক্তির করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করেন। এদিকে শ্বাসকষ্টে ওই মৃত্যুর ঘটনায় মৃত ব্যক্তির বাড়িটি লকডাউন করেছেন ইউএনও।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ময়মনসিংহে পাঠানো হয়েছে। তার শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি আছে কি না তা পরীক্ষার পর জানা যাবে।
এদিকে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার এ প্রতিনিধিকে বলেন, ‘স্বাস্থ্য বিভাগ মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ শেষে আইইডিসিআর এর নির্দেশনা অনুযায়ী মরদেহ দাফন করা হয়েছে। এছাড়া মৃত ব্যক্তির বাড়িটি লকডাউন এবং নমুনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত আশপাশের বাড়িগুলোর আরও অন্তত ২৪ ব্যক্তিকে সতর্কতার সাথে বসবাস করতে বলা হয়েছে।’