বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া কর্মজীবী ব্যক্তি ও করোনার কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কৃতি সন্তান এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও সাবেকমন্ত্রী এম এ সাত্তারের ছেলে ব্যারিস্টার সামীর সাত্তারের নিজস্ব অথায়নে ১৩ এপ্রিল বিকালে বকশীগঞ্জ পৌর শহরের ব্যবসায়ীদের এসব আর্থিক সহায়তা দেওয়া হয়।
বকশীগঞ্জ পৌর শহরের ৬০ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে এক হাজার টাকা করে ৬০ হাজার টাকা এবং কর্মহীন হয়ে পড়া অটো, রিকশা, ভ্যান চালকদের মাঝে ৫০০ টাকা করে বিতরণ করা হয়। এতে সর্বমোট ২ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।
তরুণ আইনজীবী ব্যারিস্টার সামীর সাত্তারের পক্ষে ব্যবসায়ী খোকন আকন্দ ও জিসান হাবিব প্রত্যেক ব্যবসায়ীকে আর্থিক সহায়তা পৌছে দেন।
ব্যারিস্টার সামীর সাত্তারের ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বকশীগঞ্জ উপজেলার সুধীমহল।