ত্রাণ পেল চর আমখাওয়ার গ্রামীণ ব্যাংকের সদস্যরা

চর আমখাওয়া ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের হতদরিদ্র সদস্যদের ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের হতদরিদ্র ১৫ জন সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ১৩ এপ্রিল গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপক মো. আহসানুল হক। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সেকেন্ড কর্মকর্তা মো. গোলামুর রহমান।

১৫ জন সদস্যের প্রত্যেককে ১৫ কেজি করে চাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল, ৪ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১টি সাবান ও নগদ ৩০০ টাকা করে বিতরণ করা হয়।

ব্যবস্থাপক মো. আহসানুল হক বলেন, সদস্যদের করোনাভাইরাস থেকে সতর্ক থাকা, বাড়ির বাইরে বের না হওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়েছে।