সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা হাসপাতালের এক গুদামরক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৩ এপ্রিল বিকালে সিভিল সার্জন চিকিৎসক এ কে এম আনওয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৯ এপ্রিল ওই হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
সিভিল সার্জন জানান, তার সংস্পর্শে আসা চিকিৎসকসহ হাসপাতালে কর্মরত ২৪ জন কর্মীর নমুনা সংগ্রহ করা হয় ১১ এপ্রিল। পরদিন ১২ এপ্রিল সকালে সংগৃহীত নমুনাগুলো পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ল্যাবরেটরিতে পাঠানো হয়। ১৩ এপ্রিল ওই ২৪ জন কর্মীর প্রতিবেদন হাতে আসে। এর মধ্যে গুদামরক্ষকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
জেলায় এ নিয়ে ছয়জন করোনা ভাইরাস রোগী শনাক্ত হলেন।