লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক বিঘা জমির জন্য বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ ও দেওয়া হয়েছে।
১৩ এপ্রিল দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল করোনা পরিস্থিতি মোকাবেলায় কৃষকদের সামাজিক দূরত্ব বজায় রেখে মাঠে ঘাটে কাজ করে সোনার ফসল ফলানোর আহ্বান জানান। সরকার কৃষকদের পাশে সব সময় আছে থাকবেন বলেও তিনি জানান। এছাড়াও এসময় তিনি কারো বাড়ির আঙ্গিনাও যেন খালি না থাকে সব জায়গাই সবাইকে ফসল ও সবজি আবাদ করার আহ্বান জানান।