মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার, ইউপি চেয়ারম্যানদের ও তদারকি কর্মকর্তাদের সাথে এক অডিও কনফারেন্সে মতবিনিময় করেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ১২ এপ্রিল দুপুরে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তানে এ অডিও কনফারেন্স মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে সংসদ সদস্য মির্জা আজম বলেন, দেশের এই দুর্যোগ সময়ে খাদ্যবান্ধব ও ত্রাণসহ যেকোন সরকারি সাহায্য নিজের স্বার্থ ত্যাগ করে অসহায় মানুষের পাশে থেকে সেবা দিন। ইতিপূর্বে জামালপুর জেলার ৪-৫ স্থানে চালের দুর্নীতির সংবাদ আমরা পেয়েছি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজে স্বচ্ছ থেকে দায়িত্ব পালন করুন। আপনাদের যাতে বদনাম না হয়। এরপরও যদি কেউ লোভ লালসার শিকার হন, তাদেরকে ছাড় দেওয়া হবে না। এছাড়া সংশ্লিষ্টদেরও হুশিয়ারী করেন তিনি।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, চেয়ারম্যান জয়নাল আবেদিন আয়না, মো. মোজাম্মেল হক বাচ্চু, মো. ফরিদুল ইসলাম ও মো. মোজাম্মেল হক ভগলা প্রমুখ।