ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‌্যাবের অভিযান : লক্ষ্মীরচরের ইউপি সদস্য আছান হত্যা মামলার পলাতক আসামি লাইজু গ্রেপ্তার জামালপুরে মানসম্মত শিক্ষা অর্জনে সিডসের মতবিনিময় সভা জননিরাপত্তাকে আস্থার জায়গায় নিতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ বাংলাদেশে আসতে পারছেন না কলকাতার শিল্পীরা বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি কমেছে ২৮ শতাংশ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে ১৯ সেপ্টেম্বর মাঠে নামছে বাংলাদেশ যেসব পুলিশ সদস্য এখনো কর্মস্থলে যোগদান করেনি, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকায় সরকারি মাধ্যমিক শিক্ষক লাঞ্ছিত, জড়িত কর্মকর্তাদের বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন

বকশীগঞ্জে করোনার প্রভাবে নিম্নআয়ের মানুষ বিপাকে

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ক্রমান্নয়ে নভেল করোনাভাইরাসের দাপট বেড়েই চলেছে। সারাবিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। করোনার প্রভাবে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিম্নআয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে।

যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা আরো করুন। আয়-রোজগার বন্ধ থাকায় হতাশা বেড়েছে নিম্নবিত্ত পরিবারগুলোর।

জানা গেছে, এক মাস ধরে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন করোনা প্রতিরোধের লক্ষ্য নিয়ে মাঠে কাজ করছেন। তারা মানুষকে নানাভাবে সচেতন করার চেষ্টা করছেন। এ জন্য উপজেলা প্রশাসন সকল প্রকার যান চলাচল বন্ধ করে দিয়েছেন। সামাজিক দূরত্ব তৈরির জন্য শহর এবং হাট বাজার গুলো ফাঁকা করে দিচ্ছেন। ফলে রিকশাচালক, ভ্যানচালক, অটোরিকশাচালক, সিএনজিচালকরা এখন আর রাস্তায় বের হতে পারছেন না। একারণে তাদের আয়ের পথ একেবারে বন্ধ হয়ে গেছে। পরিবার পরিজন নিয়ে মানেবতর জীবনযাপন করতে হচ্ছে এসব পরিবারকে।

এছাড়াও গ্রামের দিনমজুর, শ্রমিক, জেলে, ভিক্ষুকসহ বিভিন্ন শ্রেণির শ্রমজীবীদের আয়ের পথ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। বিশেষ করে নারী প্রধান পরিবারগুলো অসহায় অবস্থায় দিনানিপাত করছে।

অনেক পরিবারই খাদ্য সংকটে ভুগছেন। উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা যে পরিমান খাদ্য সামগ্রী বিতরণ করছেন তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। আবার যাদের ত্রাণ দেওয়া হচ্ছে তা দিয়ে একদিনের বেশি চাহিদা পূরণ হচ্ছে না। একদিকে যেমন আয় বন্ধ রয়েছে অন্যদিকে খাদ্য সমস্যা তৈরি হওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে এসব নিম্নআয়ের মানুষগুলোকে।

তবে এখন পর্যন্ত এই উপজেলায় ৫৫ মেট্রিক টন চাল ও নগদ ৪ লাখ ২০ হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার জানান, উপজেলা পরিষদের কর্মকর্তারা মানুষের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। যাদের যাদের প্রয়োজন তাদেরকেই ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে সবার ঘরেই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

র‌্যাবের অভিযান : লক্ষ্মীরচরের ইউপি সদস্য আছান হত্যা মামলার পলাতক আসামি লাইজু গ্রেপ্তার

বকশীগঞ্জে করোনার প্রভাবে নিম্নআয়ের মানুষ বিপাকে

আপডেট সময় ০৪:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ক্রমান্নয়ে নভেল করোনাভাইরাসের দাপট বেড়েই চলেছে। সারাবিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। করোনার প্রভাবে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিম্নআয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে।

যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা আরো করুন। আয়-রোজগার বন্ধ থাকায় হতাশা বেড়েছে নিম্নবিত্ত পরিবারগুলোর।

জানা গেছে, এক মাস ধরে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন করোনা প্রতিরোধের লক্ষ্য নিয়ে মাঠে কাজ করছেন। তারা মানুষকে নানাভাবে সচেতন করার চেষ্টা করছেন। এ জন্য উপজেলা প্রশাসন সকল প্রকার যান চলাচল বন্ধ করে দিয়েছেন। সামাজিক দূরত্ব তৈরির জন্য শহর এবং হাট বাজার গুলো ফাঁকা করে দিচ্ছেন। ফলে রিকশাচালক, ভ্যানচালক, অটোরিকশাচালক, সিএনজিচালকরা এখন আর রাস্তায় বের হতে পারছেন না। একারণে তাদের আয়ের পথ একেবারে বন্ধ হয়ে গেছে। পরিবার পরিজন নিয়ে মানেবতর জীবনযাপন করতে হচ্ছে এসব পরিবারকে।

এছাড়াও গ্রামের দিনমজুর, শ্রমিক, জেলে, ভিক্ষুকসহ বিভিন্ন শ্রেণির শ্রমজীবীদের আয়ের পথ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। বিশেষ করে নারী প্রধান পরিবারগুলো অসহায় অবস্থায় দিনানিপাত করছে।

অনেক পরিবারই খাদ্য সংকটে ভুগছেন। উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা যে পরিমান খাদ্য সামগ্রী বিতরণ করছেন তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। আবার যাদের ত্রাণ দেওয়া হচ্ছে তা দিয়ে একদিনের বেশি চাহিদা পূরণ হচ্ছে না। একদিকে যেমন আয় বন্ধ রয়েছে অন্যদিকে খাদ্য সমস্যা তৈরি হওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে এসব নিম্নআয়ের মানুষগুলোকে।

তবে এখন পর্যন্ত এই উপজেলায় ৫৫ মেট্রিক টন চাল ও নগদ ৪ লাখ ২০ হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার জানান, উপজেলা পরিষদের কর্মকর্তারা মানুষের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। যাদের যাদের প্রয়োজন তাদেরকেই ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে সবার ঘরেই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।