ডাংধরায় ট্রাক্টর উল্টে মালিকের মৃত্যু
বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামে ট্রাক্টর উল্টে গুরুতর আহত ট্রাক্টরটির মালিক কবির (৩৭) ১১ এপ্রিল সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
জানা গেছে, ১০ এপ্রিল সকালে ট্রাক্টর চালকের অনুপস্থিতিতে ট্রাক্টরের মালিক কবির নিজে বাড়তি ভাড়া মারতে যায়। মাটি ভর্তি ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির পাশেই পুকুরে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলা হাসপাতালে নেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক সাধারণ চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাসুদ বলেন, গতকাল (১০ এপ্রিল) সে এক্সিডেন্ট করেছিলো। আজ মারা গেছে।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, আমি আপনার কাছে জানতে পারলাম, মালিক মারা গেছে বিধায় কেউ জানায় নি।প্রতিপক্ষ না থাকায় এমনটা হয়েছে।