ইসলামপুরে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় ফাঁসিতে ঝুলে সহিদুর রহমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভার চর কদমতলী গ্রামের লালমিয়ার পুত্র সহিদুর রহমান দুই সন্তানের জনক।
মা ছকিনা বেগম জানান, বিয়ের ছয় বছর থেকে ওই ইউনিয়নের মহলগিরি গ্রামে শ্বশুর বাড়িতেই বসবাস করে। ১২ এপ্রিল দুপুরে শ্বশুর বাড়ি থেকে এসে নিজ বাড়িতে আত্মহত্যা করে।
এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।