বকশীগঞ্জে এবার হাসপাতালের বাবুুর্চীর করোনা শনাক্ত!
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স (৫৬) করোনা শনাক্ত হওয়ার পর এবার বাবুর্চীর (৩৮) শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী ১১ এপ্রিল বিকাল সাড়ে ৫ টায় এ তথ্য নিশ্চিত করেন।
তার বাড়ি বকশীগঞ্জ উপজেলার বগারচর গ্রামে। তিনি বকশীগঞ্জ উপজেলা হাসপাতালের কোয়াটারেই থাকেন।
এর আগে ৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে বকশীগঞ্জ উপজেলায় দুই জনের করোনাভাইরাস শনাক্ত হলো।
জানা গেছে, গত ৯ এপ্রিল বকশীগঞ্জ উপজেলা হাসপাতালের এক নার্স করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বকশীগঞ্জ উপজেলায় চরম আতঙ্ক দেখা দেয়। ওই নার্স শনাক্তের পর ৯ এপ্রিল ওই হাসপাতালের বাবুর্চীর (৩৮) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
১১ এপ্রিল বিকালে নমুনা পরীক্ষায় ওই বাবুর্চীর করোনা প্রতিবেদন পজেটিভ আসে।
প্রতিবেদন আসার পর বকশীগঞ্জ উপজেলা হাসপাতালের পক্ষ থেকে তাকে বিকালেই জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠনো হয়েছে।
তবে তার শরীরে করোনার কোন উপসর্গ পাওয়া যায় নি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী।