সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাস সংক্রমণ রোধ আইন ভঙ্গ করার অভিযোগে শেরপুরের নকলা উপজেলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ১১ এপ্রিল দুপুরে উপজেলার বিভিন্ন বাজার এবং পণ্যবাহী গাড়িতে থেকে ওই জরিমানা আদায় করা হয়।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম জাহিদুর রহমান জানান, ঢাকা-শেরপুর মহাসড়কের নকলার পাইস্কা বাইপাস মোড়ে তিনটি পণ্যবাহী পিকআপ চালককে ৭ হাজার টাকা। এছাড়া সামাজিক দূরত্ব বজায় না রেখে পৌরসভার গড়েগাঁও মোড়ে কাঁচাবাজারের ইজারাদার করোনাভাইরাস সংক্রমণ রোধ আইন ভঙ্গ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।