সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরে আরো একজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তার বাড়ি জেলার ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া গ্রামে। ১০ এপ্রিল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন চিকিৎসক এ কে এম আনোয়ারুর রউফ।
সিভিল সার্জন জানান, ৯ এপ্রিল ওই ব্যাক্তির নমুনা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। এ নিয়ে জেলায় দুই নারী এক শিশু সহ পাঁচজন করোনা আক্রান্ত হলো। আক্রান্তদের স্ব স্ব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে নিয়ে চিকিৎসা করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকাগুলোর তিনশতাধিক বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
এদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানুল মামুন জানান, করোনা সংক্রমণের বিস্তৃতি ঠেকাতে ওষুধ, কৃষিপণ্য, জরুরি সেবা ব্যতিত জেলার সকল প্রকার দোকানপাট, কাঁচাবাজার দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার সময়সীমা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।